
আলমডাঙ্গায় লালন ঘরোনার বাউল সাধক আলাউদ্দিন সাধু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ভোর ৪টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন সাধু (৬৫)মারা গেছেন। ইন্না-লিল্লাহ,,,,,, রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বেলা ১১ টার সময় গ্রামের বাড়ি কালিদাশপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়।জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলি,হাসিবুল ইসলাম হাসিব,শরিফুল ইসলাম শরিফ,ফিরোজ আহম্মেদ,মোহাম্মদ টুটুল,প্রমুখ।
এম সবেদ আলি বলেন আমার বন্ধু,সহচর,রাজনৈতিক সহকর্মী বাউল সাধক আলাউদ্দিন সাধু লালন ঘরোনার ফরিদপুর গ্রামের সনজেদ শাহর ভক্ত ছিল।ত্যাগের মহিমায় মহিমান্বিত এই সাধু দর্শন ধারন করে আমৃত্যু সাধনা করে গেলেন।
তার কোন চাওয়া পাওয়া ছিল না।তার দর্শন আজ বড় প্রাসঙ্গিক।