ববি’র “বাকেরগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন”এর নেতৃত্বে ইমন, রিয়াজ
Spread the love

বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ “বাকেরগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইমন হাওলাদার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, ২০২১-২২ শিক্ষাবর্ষ। আজ( ১৬ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে এসোসিয়েশন এর সাধারণ মিটিং এর মাধ্যমে সাধারণ সদস্য, উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। “বাকেরগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন” দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণ এবং নিজ এলাকায় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কাজকর্ম পরিচালনা করে আসছে। সংগঠন লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে নব নির্বাচিত সভাপতি মোঃ ইমন হাওলাদার বলেন ” আমরা একসঙ্গে বাকেরগঞ্জের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করবো। বাকেরগঞ্জের শিক্ষার্থীদের প্রতিটা বিপদ-আপদে ও যেকোন ধরনের প্রয়োজনে সহযোগিতার জন্য আমরা বদ্ধপরিকর এবং যেকোন বিপদে আমাদের উপস্থিত থাকবে সবার আগে, বিশেষ করে আমার। আমি এসোসিয়েশনের প্রতিটা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বোচ্চ ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য সব সময় লড়াই ও কাজ করে যাব। আমার এলাকার প্রতিটি মানুষ সব সময় সবার আগে আমায় কাছে পাবে”। সভাপতির এ বক্তব্যের সাথে সাধারণ সম্পাদকও দৃঢ় ভাবে একাত্বতা পোষন করেন।

নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপদেষ্টা পরিষদ। এসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা নতুন নেতৃত্ব নিয়ে তার মত ব্যক্ত করেন ” নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে যোগ্যতার ভিত্তিতে, যারা এসোসিয়েশন কে সামনের দিকে নিয়ে যাবে। যারা এসোসিয়েশনে কাজ করবে না, তাদের কোন জায়গা কমিটিতে থাকবে না”।

উল্লেখ্য বাকেরগঞ্জ এসোসিয়েশন বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক, ক্রিয়া ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728