
আজাদ হোসেন আওলাদ মিয়া : জলঢাকা পৌরসভার চেরেঙ্গা ডাকুর ডাঙ্গা সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আবদুল্লাহ নামে এক ভূমিহীন বাসিন্দার ঘর পুড়ে ছাই, এবং ঘরের রক্ষিত আসবাবপত্র এবং নগদ অর্থ সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে বলে এ কথা জানান বাড়ির মালিক আব্দুল্লাহ। একে ভূমিহীন এর মত জীবন যাপন যখন পার করছিলেন আব্দুল্লাহর পরিবার ঠিক তখনই সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর পান পেয়ে থাকা শুরু করেন তার পরিবার নিয়ে। বিধাতার কি বিধান আজকে সর্ব শান্ত হয়ে গেলো পরিবারটি
রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে পরিবারের লোকজন নিয়ে এমনটি বলতেছেন আব্দুল্লাহ। এবং এলাকার কিছু সচেতন মহল বলতেছেন যে আমরা সবাই সহযোগিতা করব, ঠিক সেভাবেই এগিয়ে আসতে হবে সকলকে, এবং ভূমিহীন আব্দুল্লাহ অসহায়ের মত হাত পেতে বলেন জলঢাকা উপজেলা প্রশাসন সহ, সবার সহযোগিতা আমার দরকার আমি যেন পুনরায় একটি ঘর নির্মাণ করে থাকতে পারি।