
মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রতিবেশীর দেশীয় অস্ত্রের আঘাতে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি গ্রুতর আহত,পরবর্তীতে মহিলা সহ আটক ২জন।
অদ্য ১২জানুয়ারি(রবিবার)২০২৫ তারিখ, সকাল ৯:৩০ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৪ নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড,পার সাতুরিয়া গ্রামের ১ম পক্ষ মোঃ আলী হোসেন হাওলাদার(৭২), পিতা-মৃত মফিজ উদ্দিন হাওলাদার, সাং-পারসাতুরিয়া, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর এবং ২য় পক্ষ রোকেয়া বেগম(৫৫),কহিনুর বেগম(৩৭),উভয় পিতা-মৃত আমজাদ হোসেন হাওলাদার,সাং-পারসাতুরিয়া, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর। পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কাউখালী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো: আলী হোসেন হাওলাদার কে দেশীয় অস্ত্র দা-বটি দিয়ে কুপিয়ে জখম করে।
জানা যায় ভিকটিম মোঃ আলী হোসেন হাওলাদার প্রতিবেশী বিবাদীদের নিকট থেকে ক্রয়কৃত জমিতে গাছের বেপারী নিয়ে গাছ বিক্রয় করার জন্য গেলে বিবাদীগণ এসে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায় রোকেয়া বেগম(৫৫),তার হাতে থাকা দেশীয় অস্ত্র দা দিয়ে মো: আলী হোসেন কে লক্ষ করিয়া তার পিঠের দুই পাশে কোপ দিলে কেটে রক্তাক্ত জখম হলে অজ্ঞান হয়ে পড়ে যান ।
পরবর্তীতে যখম প্রাপ্ত ভিকটিমের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ক্ষতস্থান সেলাই ও ব্যান্ডেজ করেন।
এ বিষয়ে কাউখালী থানা ইনচার্জ মোঃ সোলায়মান বলেন,ভিকটিম মোঃ আলী হোসেন কে যখম ও রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া গেছে,জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে, মামলা এজাহার করে তাৎক্ষণিক মহিলা সহ ২জনকে আটক করা হয়।