জামালগঞ্জে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান
Spread the love

জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও ‘ভাটিবৃন্ত’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারী) সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহসিন কবিরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও সহ সভাপতি রেজাউল করিম কাপ্তানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রব, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার সরকারী কলেজ, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী ১০জন শিক্ষককে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুনীজন সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান ও ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।এসময় বক্তব্য রাখেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী, সাপ্তাহিক “জামালগঞ্জ সংবাদ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক কবি ও সাহিত্যিক ফজলুল হক দোলন।গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ তালুকদার, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গুল আহমেদ, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল করিম, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রইছ মিয়া, সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাও. আজিজুল হক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক জোৎস্নেন্দু কুমার সরকার, যশমন্তপুর শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজির উদ্দিন, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন।এর আগে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা গুণীজনদের ফুল দিয়ে বরণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930