
জামাল উদ্দীনঃ কক্সবাজার টেকনাফ ৩১ডিসেম্বর বিকাল ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত টহলদল হ্নীলা হতে কুতুপালংগামী ১টি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। এমতাবস্থায় উক্ত সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে চালকের সীটের নীচে ব্যাটারির সাথে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১হাজার ৯শ ৭০ পিস ইয়াবাসহ টেকনাফ গোদারবিলের আবুল কালামের পুত্র নুর কালাম (২২) আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহণের দায়ে সিএনজিটি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,আটক আসামীকে জব্দকৃত ইয়াবা, সিএনজি এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।