
মোঃ চঞ্চল হোসেনঃ আজ মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার এক নং ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া মাইলস্টোন স্কুল শুভ উদ্বোধন করা হয় ।
অনুষ্ঠানটি শুরু করা হয় প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মশিউর রহমান বিপ্লব স্যারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে
উদ্বোধনী বক্তব্য রাখেন পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব রাজু আহমেদ রনি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মনির উদ্দিন
এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা আব্বাস উদ্দীন বলেন,নৈতিক শিক্ষার মাধ্যমে এ দেশ এদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
প্রধান আলোচক শফিউল আলম বকুল বলেন, এদেশের ছাত্র সমাজকে বাংলা ইংরেজি অংক শেখার পাশাপাশি আরবি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এদেশের মুসলিম ছাত্র সমাজকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে তবেই সে আলোকিত হবে, এবং এ দেশকে একটি সোনালী সুন্দর দেশ উপহার দেওয়া সম্ভব।
প্রতিষ্ঠানের পরিচালক খন্দকার মাসুদুর রহমান বলেন একই সাথে একজন শিক্ষার্থী ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানের অধিকারী হবে, কোন ছাত্র কোন দিক দিয়ে পিছিয়ে যাবে না ইনশাআল্লাহ। মাইলস্টেশন পাবলিক স্কুল সেই ধারাবাহিকতা ধরে রাখবে এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম,ডাক্তার নজরুল ইসলাম মোঃ রাইতাল হক ইমরান হোসাইন মোস্তাফিজুর রহমান তসলিম সাজিবুল হক রাজন আসাদুল হক সাংবাদিক মোর্শিদ কলিং সহ শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবক মন্ডলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাইলস্টোনের
কো- অর্ডিনেটর কাইয়ুম উদ্দিন হিরক।