
জামাল উদ্দীনঃ কক্সবাজার টেকনাফ ৩১ডিসেম্বর দিনব্যাপী আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প ও (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের সমন্বয়ে যৌথ আভিযানিক দলের দিন-রাত নিরলস সম্মিলিত প্রচেষ্টা , স্থানীয় জনগণ সাংবাদিক ও বন বিভাগের সহায়তার মাধ্যমে টেকনাফের হ্নীলার জাদিমুড়া ও জুম্মাপাড়া পাহাড়ী এলাকা থেকে অপহৃত ১৮জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।
বনকর্মী অপহরণের ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার সন্দেহে সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের মূল চক্রের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সকাল ৮টারদিকে উপজেলার হ্নীলা মোচনী বিটের আওতাধীন জাদিমুড়া মোনাফের ঘোনা পাহাড়ি এলাকায় সরকারী বনের আগাছা পরিস্কারের সময় শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায় স্বশস্ত্র পাহাড়ি দূর্বৃত্ত দল।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান, উদ্ধারকৃত বনকর্মীদের ব্যাপারে পরবর্তীতে বন বিভাগ বাদী হয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।