
বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকার সময় আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসার হলরুমে দ্বি-বার্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রব। প্রধান অতিথি তার আলোচনায় বলেন এদেশের কৃষক বাঁচলেই দেশ বাঁচবে তাই কৃষকদের ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র স্বল্পমূল্যে পাওয়া এবং বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্য মূল্য দেওয়া দরকার। কৃষকদের এই অধিকার আদায়ের জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিজীবি বিভাগের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের জন্য আলমডাঙ্গা উপজেলা সভাপতি হিসেবে রফিকুল ইসলাম, সেক্রেটারি আনিসুর রহমান, কোষাধাক্ষ্য মুসার নাম ঘোষণা করেন। এছাড়াও সদস্য হিসেবে ডাউকী ইউনিয়নের শরিফুল ইসলাম, কালিদাসপুরের রবজেল, বেলগাছির আতিয়ার রহমান, কুমারীর ফরজ আলী, জেহালার আমজাদ আলী, জামজামির নাসির উদ্দিন, নাগদাহর মারিফুল ইসলাম, খাসকররার মসলেম ও আইলহাসের সাইফুল ইসলামে নাম ঘোষণা করেন।