
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে সিএইচসিপিএবং স্বাস্থ্য সহকারী দের মাসিক সভা অনুষ্ঠিত হয়।মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শারমিন আক্তার।
গতকাল সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে এই সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোহাম্মদ মজনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার।
ডাঃ শারমিন আক্তার।তিনি বলেন আপনারা সকলে নিষ্টার সাথে দায়িত্ব পালন করবেন।কারন আপনাদের উপর নির্ভর করছে স্বাস্থ দপ্তরের সুনাম
বা বদনাম।আশাকরি আপনারা সুষ্ঠ ভাবে দিয়ত্ব পালন করতে কুন্ঠা বোধ করবেন না।সভায় উপস্থিত ছিলেন এইচ আই মজনুর রহমান আই এইচ,মহাবুল ইসলাম এএইচ আই,বিপ্লব শেখ ইপিআই টেকনিশিয়ান,আব্দুল্লাহ আল রনি এইএ,ইমদাদ হোসেন সিএইচপি,আসাদুজ্জামান কাজলসিএইচপি,শান্তনা খাতুন সিএইচপি, মাহমুদুল হাসান,সোহেলী সোনিয়া,সোহাগ হোসেন,ওহিদুজ্জামান,রুহুল আমিন প্রমুখ।