আলমডাঙ্গার আসমানখালী বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খবির( ৫৫) এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
৮ডিসেম্বর রবিবার বেলা দুপুর ১টার সময় আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী বাজারের নিকটবর্তী বন্দর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত খবির গাংনী ইউনিয়নের হাঁপানিয়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গেছে, খবির উদ্দিন পান বরজে কাজ করতেন। তিনি বন্দর গ্রামে কাজ শেষে করে আসমানখালী বাজারের নিকটবর্তী বন্দর মোড়ে পাকা রাস্তায় উঠতে গেলে চুয়াডাঙ্গা থেকে আসমানখালী অভিমুখে আসা ট্রাক যার নং ঢাকা মেট্রো ট- ১৬-৬৯৩৪ ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আসমানখালী বাজারের উপর জনতা ট্রাক সহ হেলপারকে আটক করে। অবস্থা বেগতিক দেখে হেলপার পালিয়ে গাংনী পুলিশ ক্যাম্পে আশ্রয় নেই।
সাধারণ মানুষ ধারণা করে ট্রাকটি অপ্রাপ্ত বয়স্ক হেলপার দিয়ে চালানোর ফলে এমন ঘটনা ঘটেছে। ট্রাকের হেলপার সাহেবপুর গ্রামের দিনুর ছেলে হুসাইন (১৬)।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলপারকে আটক করে দুর্ঘটনাকবলিত গাড়ি হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হসপিটালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।