আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আইলহাস ইউনিয়ন শাখার সেক্রেটারী লিয়াকত আলীর সভাপতিত্বে বুড়াপাড়া মসজিদে সাধারন সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকাল ১০ ডিসেম্বর অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জামিরুল ইসলাম ও রফিকুল ইসলাম। প্রধান অতিথি বলেন চলমান দাওয়াতী অভিযানে সহযোগী সদস্য ফরম পূরণকারী ভাইদের জামায়াতের কর্মী হতে হবে এবং পর্যায় ক্রমে রুকন হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। নূর মোহাম্মদ টিপু বলেন ৫ আগষ্টের পর দাওয়াতী কাজের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে পরিকল্পিত ভাবে জামায়াতের সকল প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে। উপজেলা আমীর বলেন জামায়াতের সকল বিভাগের নেতৃত্ব পূরণ করতে নিজেদের সন্তানদের ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার মাধ্যমে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। প্রোগ্রাম পরিচালনা করেন মাষ্টার জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, মশিউর রহমান, সেলিম রেজা, মিতুল মিয়া, আব্দুল লতিফ সহ ২ শতাধিক জামায়াতের সমর্থক।অন্যদিকে গতকাল সন্ধার দিকে
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌরশাখার উদ্যোগে হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত আমীর প্রভাষক মো: শফিউল আলম বকুল। বিশেষ অতিথী ছিলেন পৌরশাখার সম্মানিত আমীর জনাব মাহের আলী ও সেক্রটারি মো: মুসলিম উদ্দীন। সহকারী সেক্রেটারি মো: সাইফুল্লাহর পরিচালনায় উক্ত বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রহমান বাবলু সহ পৌরশাখার অন্যান্য নেতৃত্ববৃন্দ।