টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে তারুণ্যের অঙ্গীকার নিয়ে আলোচনা সভা
Spread the love

গৌরাঙ্গ বিশ্বাস :”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এমন প্রত্যয়কে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হুসেইন।
এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মালেক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে তারুণ্যের শক্তি ও ঐক্যের ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930