বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা প্রদান
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ :নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা পযার্য়ে ও সদর উপজেলা পযার্য়ে সফল নারীদের জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতারের সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নূর ফাতিহা, লাভলী ইয়াসমিন, কুলসুম আরা, তাসলিমা খাতুন, মুনিকা সরেন, সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা রোহেনা বেগম, রাবিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই। বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
শেষে জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিগণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031