চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চুয়াডাঙ্গা জেলার পাঠক নন্দিত দৈনিক “সময়ের সমীকরণ” পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধা ৭ টায় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ভ্রাম্যমান প্রতিবেদক নাহিদ হাসানের তত্ত্বাবধানে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিবেদক নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান।
এ সময় তিনি বলেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা একটি পাঠক নন্দিত পত্রিকা,এই পত্রিকার লেখার মান যেমন সুন্দর, পত্রিকার সাথে কাজ করা এক ঝাঁক তরুণ ঠিক তেমনি কর্মঠ।এই পত্রিকা হাটি হাটি পা পা করে নয় বছর শেষ করে দশম বছরে পদার্পণ করেছে, আমি চাই এই পত্রিকা আরো সমৃদ্ধশালী ভাবে সামনের দিকে এগিয়ে যাক শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, আশেপাশের জেলাগুলোতেও যেন এই পত্রিকা প্রত্যেকটি পত্রিকা প্রেমী মানুষের হৃদয় স্থান করে নেয়,এই পত্রিকা যেন প্রতিটি মানুষের সকালে চায়ের কাপের সাথী হয়।পত্রিকার নামটি যেমন সুন্দর “সময়ের সমীকরণ “এই পত্রিকার লেখকদের লেখনীয় ঠিক যেন নামের উপর ভিত্তি করেই প্রকাশিত হয়,, আমি দেখেছি এই পত্রিকার প্রতিটি সংবাদ পড়লে মনে হয়, যেন বাস্তবে সময়ের সাথে ও ঘটনার সমীকরণকে ঘটনাস্থলে উপস্থিত থেকেই পরিলক্ষিত করা যায়। তাই আমি সমীকরণের একজন নিয়মিত পাঠক হিসেবে বলতে চাই, সমীকরণ যেমনভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আরো এগিয়ে যাবে দুর্বার গতিতে।
এ সময় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এইচ শাওনের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু,
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যাুরো প্রধান আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতিয়ার রহমান মুকুল,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহি সদস্য ইউনুছ আলী মন্ডল,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফিরোজ ইফতেখার।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজীব, সহ সভাপতি তানজির আহমেদ হিরো, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ,সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, ক্রিড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার শরীফ, এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সোহেল হুদা,দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার হটবোয়ালিয়া প্রতিনিধি ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা,সাংবাদিক গোলাম সরোয়ার সদু,এছাড়াও দৈনিক সময়ের সমীকরণের নিয়মিত পাঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মানিক, শাকিব, মামুন রেজা,হাফিজ প্রমুখ।