সারাদেশে ৫১৬টি সাব রেজিস্টার অফিসে চাকুরী জাতীয়করনের একদফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ৪০ দিন পেরিয়ে গেল । এ কর্মসূচির আওতায় গত ৫ দিন থেকে আমরন অনশন কর্মসূচি পালিত হচ্ছে নকল নবিশদের এতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কুড়িগ্রাম, উলিপুর সহ সারা বাংলাদেশে। কাফনের কাপড় পরে দোয়া মাহফিল ও আমরণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। নকল নবিশ এসোসিয়েশন সূত্র জানায় দীর্ঘদিন ধরে এ কর্মসূচি অব্যাহত থাকলেও সরকারিভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।নকল নবিশদের চাকরি স্থায়ী করতে হবে অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান কর্মসূচিতে শত শত জমি গ্রহীতা গন দলিল সম্পাদনের নকল কপি হাতে না পাওয়ায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন। ভিডিও পাঠিয়েছেনঃ রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। ২৮-১১-২০২৪ ইং
ভিউ: ৪০