২/১১/২০২৪ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামীলীগ নেতাদের নিয়ে পালন করা হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস, ২০২৪। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কাউকেও আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয় পরাজিত ফ্যাসিবাদি আওয়ামীলীগের অনুসারীদের। আলাচনা সভার মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ও সহকারী কমিশনার(ভুমি) ইসফাকুল কবীরের পাশে বসে থাকতে দেখা যায় উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ কুরুনী, এক সময়ের আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন, আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ওমর ফারুক সহ অন্যদের। ওই সভায় তারা বক্তৃতা প্রদান করেন। আওয়ামীলীগ নেতাদের সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছেন। সুযোগ বুঝে পুর্নবাসন করার চেষ্টা করছেন আওয়ামীলীগ নেতাদের।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকীব আহমেদ সোহান বলেন, “তাদের আমন্ত্রন জানানো হয়নি। অথচ আওয়ামীলীগ নেতাদের মঞ্চে দেখা যাচ্ছে। প্রশাসন এখনো আওয়ামীলীগকে ছাড়তে পারছেন।”
উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেনের মতামত জানতে চাইলে রাত সাড়ে ৮ টায় মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন না ধরায় সমবায় কর্মকর্তার ভাষ্য নেওয়া সম্ভব হয় নি।
মতামত জানতে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মোবাইল ফোনে কল করা হলে কেটে দেন এবং ফেসবুক ও ম্যাসেঞ্জারে কল করা হলেও তিনি ধরেনি।
- SFTV Office
- ১০:০৬ অপরাহ্ণ
- নভেম্বর ২, ২০২৪
ভিউ: ১৬২
পীরগঞ্জে(ঠাকুরগাঁও) আওয়ামীলীগের নেতাদের নিয়ে জাতীয় সমবায় দিবস পালিত’
সর্বশেষ খবর
পাঁচবিবিতে রাস্তার পাশে সবজি চাষ
ডিসেম্বর ৯, ২০২৪
বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা প্রদান
ডিসেম্বর ৯, ২০২৪
পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
ডিসেম্বর ৯, ২০২৪
গাইবান্ধায় দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়
ডিসেম্বর ৯, ২০২৪
“চোখে চোখ রেখে লড়াই শেষে চ্যাম্পিয়ন যুব টাইগাররা”
ডিসেম্বর ৯, ২০২৪
নোয়াখালীতে কুকুরের ঘেউঘেউ শব্দে সেপটি ট্যাংকিতে মিলল তরুণের লাশ
ডিসেম্বর ৯, ২০২৪
নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ডিসেম্বর ৯, ২০২৪