কুমিল্লা উত্তর জেলায় অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও আলোচনা সভা
Spread the love

ইমদাদুল ইসলাম রনি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর আজ শনিবার (২ নভেম্বর) সকালে চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন- ১৯৪৭ সালে ইসলামের দোহাই দিয়ে দেশ ভাগ হলেও প্রকৃতপক্ষে ইসলামের পক্ষে উল্লেখযোগ্য কোন কাজ করতে পারেনি। ইসলামের পক্ষে যারাই কাজ করেছিলো সরকার তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলো। তিনি আরো বলেন-যতবার ই আওয়ামিলীগ ক্ষমতায় এসেছে ততবার ই ইসলামের বিপক্ষে কাজ করেছে। ভারতের প্রয়োজন পূরণ করতেই আওয়ামিলীগ গঠিত হয়েছিলো। তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইসলাম এবং মুসলিম শব্দ গুলো বাদ দিয়েছে। আওয়ামিলীগ মজ্জাগত ভাবেই ইসলাম বিরোধী। ইসলামী ফাউন্ডেশন ইসলামের চাইতে শেখ মুজিবের বন্দনার দিকেই বেশি কাজ করেছে। আইয়ামে জাহেলিয়াতের চাইতেও বেশি জঘন্য শাসনব্যবস্থা কায়েম করেছিলো আওয়ামীলীগ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড‌ঃ মোবারক হোসাইন।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া প্রমূখ।

কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত ও সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031