লালমনিরহাট বিজিবি’র অভিযানে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১টি চার্জার ভ্যান আটক
Spread the love

ইসমাইল আশরাফ : লালমনিরহাট‌ ব্যাটালিয়ন (১৫বিজিবি) কর্তৃক কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর এবং হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১কেজি গাঁজাসহ ০১টি চার্জার ভ্যান আটক করেছে। শনিবার ২ নভেম্বর ভোরে দুই সীমান্ত অনন্তপুর এবং ঝাউরানী বিওপির টহলদল অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি)। বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি) এর অধীনস্থ কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৪৮/৪-এস হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজ নামক স্থানে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ২২৩ বোতল, গাঁজা-০১ কেজিসহ ০১টি বাইসাইকেল আটক করে। অপরদিকে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯০৯/এমপি হতে আনুমানিক ৮০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউরানী বাজার স্থানে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ৩৪৯বোতলসহ ০১টি চার্জার ভ্যান আটক করে। জব্দ কৃত ভ্যান ও মাদক আইনী প্রক্রিয়ায় থানায় জমা করা হবে বলে জানা যায়।।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031