
এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে একটি শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। জানাগেছে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মৃত্যু আশাদুল ইসলামের ছেলে আবু বকর(৫)।মংলবার (১৫ অক্টোবর) শিশুটি একই গ্রামের জনৈক্য আসাদুলের বাড়ির সামনে রাখা পাখী ভ্যান নিয়ে খেলতে গিয়ে এমন ঘটনা ঘটে। নিহত শিশু আবু বকর পাখি ভ্যান চালাতে গেলে পাখী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর আর্ত চিৎকারে ছুটে এসে শিশুটিকে দ্রুত উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এদিকে হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর তদন্ত নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ভিউ: ২১৭