কালিয়াকৈরে মোজাম্মেল-হারুন আমলে বেদখল হওয়া জমি উদ্ধার করে বিপাকে বিএনপি নেতা
Spread the love

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক ও ডিবি হারুনের আমলে বেদখল হওয়া নিজের জমি উদ্ধার করে বিএনপির এক নেতা বিপাকে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবী নেতাকর্মীদের।

ওই নেতার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের দাবী ও এর প্রতিবাদে বিক্ষোভ করেছে নেতাকর্মীসহ শত শত মানুষ। গতকাল সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবী, কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, দলিল মুলে ৩২ শতাংশ জমির মালিক। এরপর দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ-দখল করে আসছিলেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের নির্দেশে এবং গাজীপুরের সাবেক পুলিশ সুপার ও ডিবি হারুনের মদদে ওই জমি জবর-দখল করা হয়। এরপর মিথ্যা মামলা দিয়ে উক্ত নেতাকে দুরে রেখে খালেক সরকার নামে সাইনবোর্ড ঝুলিয়ে তার জমি ভোগ-দখল করে আসছিলেন আওয়ামী পন্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর বেদখলকৃত ওই জমি উদ্ধার করেন বিএনপির এই নেতা। এছাড়াও তিনি সফিপুর বাজারের বেদখলকৃত একটি দোকান উদ্ধার করেন। এসব ঘটনায় বিএনপিকে ব্রিবত করার ষড়যন্ত্র করে অভিযুক্ত নেতাকে জড়িয়ে একাধিক দপ্তরে অভিযোগসহ ঝুট ব্যবসা সংক্রান্ত ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছে আওয়ামী পন্থীরা। এর প্রতিবাদে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সফিপুর এলাকায় সেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মনির, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সারোয়ার হোসেন আকুল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার জনি, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সবুর সরকারসহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় লোকজন।

এদিকে ওই নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমুলক সংবাদ প্রচার করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীসহ শত শত মানুষ। তারা রাজপথ ছাড়ি নাই নেতা তোমার ভয় নাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এমন বিভিন্ন শ্লোগান দেন। এসময় সাংবাদিকদের প্রতি স্বৈরাচারের দোসরদের হীন চক্রান্তের বিরুদ্ধে ও প্রকৃত সত্য সংবাদ প্রচারের আহব্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031