১২ অক্টোবর শনিবার জামালপুর শহর শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।তিনি বলেন, “পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাসূল (সা.) এর আদর্শকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে।” মতিউর রহমান আরও উল্লেখ করেন, “বর্তমান বিশৃঙ্খল পৃথিবীতে ইসলামের বিকল্প নেই। সমাজতন্ত্র এবং পুঁজিবাদের দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আমীর এডভোকেট আছিমুল ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি খন্দকার মোকাদ্দাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালি, এবং ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী। জেলা নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যারা শান্তির জন্য ইসলামের আদর্শ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।