পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে স্থানীয়দের সাথে মতবিনিময়
Spread the love

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় পাঠানপাড়া স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মারুফুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতামত উপস্থাপন করেন স্থানীয় মোঃ মুনিরুল ইসলাম মুনির,সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,নাজনীন ফাতেমা জিনিয়া, ইউসুফ আলী লাভলু, চিনা খান,সেলিম হোসেন,আব্দুল আজিজ,সাইদুর রহমান,ফিরোজ আলী, মতিউর রহমান, ভুটু,কমল প্রমুখ। মতবিনিময় সভায় স্কুলের উন্নয়ন ও সমস্যা সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে সর্বাধিক গুরুত্ব বহন করেছে পাঠানপাড়া স্কুলের বার্থরুম নির্মান কাজের অগ্রগতি নিয়ে। আলোচনা অন্তে উঠে আসে চলমান সরকারি কাজের অবহেলা ও ধীরগতি নিয়ে। এ বিষয়ে স্থানীয়রা সিদ্ধান্ত নেন চলমান কাজের গতি ফিরে আনতে সংশ্লিষ্ট দপ্তরে স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষক কে সাথে নিয়ে এলাকার স্কুলের সমস্যা সমাধানে সকলে মিলে এক সাথে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আসিফ,মাসুম,তানভীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031