
তৌহিদ,সহসম্পাদক : মাগুরা জেলার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ “চাদের হাট” এ মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির, মাগুরা সহ মাগুরা জেলার সকল প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন সমস্যার বিষয় সমুহ সমাধানের জন্য জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সেক্রেটারি মো. শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি শামীম খান,প্রথম আলোর কাজী আশিক সহ আরো অনেকে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম বলেন,”যতগুলো সমস্যা আপনারা বলেছেন তার মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে।আমি ঐ সকল ডিপার্টমেন্টের সাথে আলোচনা করার পর আপনাদের জানাবো।আর সব সমস্যার সমাধান একসাথে করা সম্ভব নয়,আমি আপনাদের সহযোগিতা নিয়ে একেএকে সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। মনে রাখবেন আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। তবে একই সমস্যা নিয়ে সবাই আলাদা আলাদা ভাবে না এসে একসাথে আসলে আমার জন্য আপনাদেরকে সময় দিতে সুবিধা হবে।”