চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক আসামীসহ অবৈধ ভারতীয় মোবাইল ও মোটরসাইকেল আটক
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : সীমান্তে ০৬ অক্টোবর ২০২৪ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুর গ্রামের বাসিন্দা মোঃ নাফিউল্লা (২৩), পিতা-তোজাম্মেল হক এবং মোঃ ফয়সাল (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল বাড়িতে লুকিয়ে রেখেছে। এ প্রেক্ষিতে টহলদল অদ্য ০৬ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ০১টা ৩০ মিনিটে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তাদের বাড়ী তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ৪২টি মোবাইল ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করে এবং চোরাকারবারীদের আটক করতে সক্ষম হয়। ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক আসামীসহ অবৈধ ভারতীয় মোবাইল ও মোটরসাইকেল আটক

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30