কালীগঞ্জে ডাঃ কামরুন্নাহার মেমোরিয়াল হাসপাতাল ও নাহার ডায়াগনষ্টিক সেন্টারের যাত্রা শুরু।
Spread the love

ঝিনাইদহের কালীগঞ্জে উন্নত ও আধুনিক মানের চিকিৎসা সেবার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করল ডাঃ কামরুন্নাহার মেমোরিয়াল হাসপাতাল ও নাহার ডায়াগনষ্টিক সেন্টার। রোববার দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্টানটির উদ্বোধন করা হয়। শহরের ভূষণ স্কুল সড়কে অবস্থিত অত্যাধুনিক ৫ম তলা ভবনটিতে আধুনিক মানের চিকিৎসা সরন্জামের পাশাপাশি রোগীদের জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে।এ উপলক্ষে কালীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত ডাক্তার, ক্লিনিক মালিক সমিতি, গনমাধ্যকর্মী ও সুধীজনেদের উপস্থিতিতে প্রতিষ্টানের কর্ণধার ডাঃ আবু বকর সিদ্দিক বলেন, মানবিক সেবার ব্রত নিয়েই তিনি প্রতিষ্টানটি শুরু করেছেন। উন্নত চিকিৎসার জন্য এখন আর কাউকে যশোর খুলনা বা ঢাকাতে যেতে হবে না। তিনি আরো বলেন, দরিদ্র অসহায় রোগীদের জন্যও তার সহযোগিতা অব্যহত থাকবে। এ সময়ে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নুর ইন নবী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031