টাঙ্গাইলের সখীপুরে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সানোয়ার হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নি’হ’ত হয়েছেন।
১৪ জুলাই (রোববার)সন্ধ্যায় ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নি’হ’ত সানোয়ার হোসেন ওই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সানোয়ার হোসেন মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পায়ে হেঁটে বের হয়েছিলেন। গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আ’হ’ত হলে রক্তাক্ত অবস্থায় তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেড়বাড়ি এলাকায় পৌঁছালে তিনি মারা যান।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।