টাঙ্গাইলের সখীপুরে ৪৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার বড়চওনা ইউনিয়নের দারিপাকা বাজাররস্থ বণিক সমিতির অফিসের পূর্বপার্শ্বে জনৈক হাবিবুর রহমান ওরফে হবি এর চায়ের দোকানের সামনে থেকে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যাহার ওজন ৪.৯গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: ফজলু মিয়া(৪২)।তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি বরসরাই গ্রামে। সে ঐ গ্রামের সামছু মিয়ার ছেলে।
ভিউ: ১২১