ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
১১জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ধর্ষন,বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, মহিলা-ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ওসি জয়ন্ত কুমার সাহা, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,জিতেন্দ্রনার্থ বর্ম্মন, আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান,জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের, কাউন্সিলর ইসাহাক আলী, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।