নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অংশগ্রহণে উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল।
অনুষ্ঠানের শুরুতে সকলের সাথে পরিচয় পর্ব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ক্রেস্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফেজ মো. আব্দুল্লাহ আল আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, সকল ইউপি চেয়ারম্যানগন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল বলেন, আধুনিক উপজেলা গঠনে প্রশাসনের সকল কর্মকর্তাদের দাপ্তরিক কাজে সচ্ছতা বজায় রাখার আহবান করেন। পরে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করে
সকলের সহযোগীতা চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।