রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানি নেমে গেলেও বেড়েছে সাপের উপদ্রব।
রবিবার বিকেলে মায়ের সঙ্গে বাড়ির উঠানে খেলার সময় জুই আক্তার নামে ২ বছরের এক শিশুর পায়ে ও মুসলিম ব্লক এলাকায় বাড়ির পাশে ঝাড়ু দেয়ার সময় ৫০ ঊর্ধ্ব এক নারী রহিমা বেগমের মুখে কামড় দেয় সাপ। পরে সাপটিকে হাতে দিয়ে ছাড়াতে গেলে হাতেও পরপর ৩টি কামড় বসিয়ে দেয়। এ সময় আহত অবস্থায় বাঘাইছড়ি হাসপাতালে নিয়ে আসলে দ্রুত চিকিৎসা শুরু করার পর এখন দু’জনেই বিপদ মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে ভর্তি দু’জন সাপের কামড়ে আহত রোগী চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে যে সাপে কামড়েছে সেগুলো বিষধর সাপ নয়, আলামত দেখে তাই মনে হয়। দু’জনেই এখন আশংকা মুক্ত।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রোগীর খোঁজ নিয়েছেন এবং সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করেছেন।