কাজিপুরে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
সিরাজেেগঞ্জর কাজিপুর উপজেলার মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষ র্যীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের লায়লা নাসিম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা শাহজামাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ। পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।