কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে প্রাচীন আমলের ঐতিহ্য বাহী বট, পাকের বিয়ে,
আধুনিকতার এই পৃথিবীতে দিন দিন বাড়ছে নতুনোতার ছোয়া ফলে হারিয়ে যাচ্ছে প্রাচীন আমলের মানুষের নিয়ম নিতি ও আচার অনুষ্ঠান, তাই প্রাচীন আমলের ঐতিহ্য বাহী একটি নিয়ম মেনে এবার নীলফামারীর ডিমলা উপজেলার আকাশ কুড়িতে দেয়া হলো বট গাছ এবং পাকর গাছের বিয়ে।
প্রায় ১ লাখ ব্যয়ে সনাতন ধর্মাবলম্বীদের সকল নিয়ম নিতি ও আচার অনুষ্ঠান মেনে ঢাক ঢোলের বাজানায় শানাইয়ের শুরে দেয়া দেয়া হয়েছে বট পাকের বিয়ে । এসময় বর পাকর গাছের নাম দেয়া হয় দয়াল চন্দ্র দাস এবং কনে বট গাছের নাম দেয়া হয় দয়ালী রানী দাস , এবং বর পাকর গাছের বাবা মা সাজেন মঙ্গুলু দাস ও নিরদিনি রানী দাস , এবং কনে বট গাছের মা বাবা হন একই গ্রামের সুমন চন্দ্র দাস এবং লিপি রানী দাস, এসম বর পক্ষের পক্ষ থেকে কনের বাড়িতে আসেন প্রায় ২ শত বরযাত্রী, সর্বশেষে বরযাত্রী হিসেবে আসা ২ শত মানুষকে আম্পায়ন করা হয়। এসময় প্রাচীন আমলের এই বট পাকরের বিয়ে দেখতে ভীর জমায় নতুন প্রজন্মের হাজার তরুণ তরুনী