
মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের মঘী গ্রামে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুর সদর উপজেলার আয়োজনে বোরো ধানের সমলয় চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারপাড়া ঢাকা উপ-পরিচলক মোঃ হাসান ইমাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার কৃষি কমকর্তা মোঃ হুমায়ুন কবির। চলতি বোরো মৌসুমে ডিআই কর্তৃক বোরোর সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এডব্লিউডি এবং পরিমিত সার ব্যবহারে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ের লক্ষে প্রদর্শনী ট্রায়ালের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুস্ঠানে প্রকল্পের ৮৫ জন কৃষক ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরোর চাষাবাদ করে লাভবান হয়েছেন।