নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় বেড়িয়ে আসা একটি মাইন ও একটি মর্টারসেল এর বিস্ফোরণ করলো বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছিটরাজিব ক্যানেলের বাজার এলাকায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এই বিস্ফোরণ টি ঘটায়। পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় গত ২২ এপ্রিল বিকেলে কিশোরগঞ্জ বাজার এলাকায় একটি পতিত জমি খননের সময় শ্রমিকরা থ্রি নট রাইফেলের যন্ত্রাংশ দুটি মাইন ও একটি মর্টারসেল দেখতে পায়। পরে বিয়ষটি জানাজানি হলে সেগুলো দেখতে আসে । পরে বিষয় টি কিশোরগঞ্জ থানায় অবগত করলে পুলিশ এসে তা উদ্ধার করে এবং বোম ডিসপোজাল ইউনিট কে বিষয়টি অবগত করলে তারা এসে বিস্ফোরণ করেন । ধারনা করা হয়েছে যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিলো । উদ্ধার কৃত রাইফেলের যন্ত্রাংশে মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন এবং মর্টারসেল গুলো এখনো তাজা এবং অবিস্ফোরিত ছিলো। এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন এবং মর্টারসেল গুলো এখনো তাজা এবং অবিস্ফোরিত আছে তাই বিষয় টি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট কে জানানো হয় পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলো বিস্ফোরণ করেন।