মোস্তফা আল মাহমুদের অর্থায়নে জামালপুরে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
Spread the love

দক্ষ জনশক্তি ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের জোগাড়ে জামালপুরে সম্পূর্ণ বিনামূল্যে ‘ডিজিটাল মার্কেটিং’ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাস এবং উদ্বোধন হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় জেলার ইসলামপুর উপজেলায় হাসপাতাল মোড়ে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ। প্রথম পর্যায়ে সম্পূর্ণ বিনামূল্যে ৩২০ জন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা আল মাহমুদ বলেন, রাজনীতিতে ক্ষমতা না থেকেও যে জনসেবা করা যায়, তা আমি প্রমাণ করে দেবো।আমরা একটা ল্যাব তৈরি করেছি তা কিন্তু জামালপুরের মানেও না ঢাকার মানেও না একেবারে বিশ্ব মানের ল্যাব। প্রশিক্ষণার্থীদের আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে সক্ষমতা সৃষ্টির উদ্দেশে আটজন প্রশিক্ষক প্রশিক্ষণ দেবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, মসিউর রহমান বাদলসহ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031