হাবিলাসদ্বীপ রাস উৎসব উদযাপন পরিষদ-২৩ এর কমিটি গঠিত। টুটুল-সভাপতি, ঝুলন-সেক্রেটারি,সঞ্জয় -অর্থ সম্পাদক
চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ গ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ গৌর গৌবিন্দ আশ্রমের ব্যবস্হাপনায় প্রায় পঞ্চাশ বছরের অধিক সময়কার থেকে চার পাচঁ ব্যাপি রাস উৎসব হয়ে থাকে।চট্টগ্রামের অন্যান্য উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে এই প্রাচীন উৎসবে যোগদিতে সনাতন সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ এখানে সমবেত হয়।পুরো হাবিলাসদ্বীপ গ্রামের ঘরে ঘরে আত্নীয় স্বজন সহ অন্যান্য জায়গা থেকে আগত মেহমানদের পদচারণায় লোকে লোকারণ্য হয়ে উঠে হাবিলাসদ্বীপ গ্রামের জনপথ। এই রাস উৎসব ঘিরে সপ্তাহ ব্যাপি বসে বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম নিদর্শন গ্রামীণ মেলা।এই গ্রামীণ মেলায় যোগদান করে কেনাকাটা আনন্দ উৎসব করেন আশপাশের কয়েকটি গ্রামের সকল ধর্মের আবালবৃদ্ধ বনিতা।এই বছর উৎসাহ উদ্দীপনায় আগামী মাসে সপ্তাহ ব্যাপি হাবিলাসদ্বীপ গৌর গৌবিন্দ আশ্রমের ব্যবস্হাপনায় রাস উৎসব-২৩ অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে আজ সকালে রাস উৎসব-২৩ এর কমিটি গঠনকল্পে আশ্রম প্রাঙ্গণে হাবিলাসদ্বীপ গ্রামবাসীর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় গ্রামের সকলের সর্ব সন্মতি ক্রমে “রাস উৎসব উদযাপন পরিষদ-২৩” এর কমিটি গঠন করা হয়।সকলে সর্ব সন্মতি ক্রমে সভাপতি নির্বাচিত করেছেন তরুণ সমাজসেবক শিক্ষানগরী চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ি হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ ব্যাচ) এর সিঃসহ সভাপতি বিশিষ্ট সংগঠক- বাবুু অনির্বাণ চৌধুরী টুটুল, সেক্রেটারি নির্বাচন করা হয় সাবেক ফুুটবলার, ক্রীড়া সংগঠক তরুণ সমাজকর্মী পটিয়া সেন্ট্রাল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও পটিয়া উপজেল�