গুজব প্রতিরোধে করোনীয় শীর্ষক আলোচনা সভায় তালুকদার আব্দুল খালেক
Spread the love

গুজব প্রতিরোধে করোনীয় শীর্ষক আলোচনা সভায় তালুকদার আব্দুল খালেক

 

তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।লীয় কার্যালয়.২৬ অক্টোবর ২৩ খ্রি.খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রেরণাদায়ী অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে অদম্যগতিতে আমরা চলছি তথ্যপ্রযুক্তির এক মহাসড়ক ধরে। ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ।
ডিজিটাল বিপ্লবের প্রেক্ষাপটে স্বাধীন বাংলাদেশে বিজ্ঞান, কারিগরি ও আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভিত যাঁর হাত ধরে রচিত হয়েছিল, তা তুলে ধরাও আজ প্রাসঙ্গিক।
‘ডিজিটাল বাংলাদেশ’ দার্শনিক প্রত্যয়টির যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালের ১২ ডিসেম্বর, যখন বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা গড়া’র দৃঢ় অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। শেখ হাসিনার বহু কষ্টে অর্জন এই তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত যে সব গুজব রটাচ্ছে তার উপযুক্ত জবাব দিতে তরুন সমাজকে।বি ন পি পিছনের অপসক্তির সহায়তা নিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।সে সুযোগ দেবেনা, তরুনদের সচেতন হয়ে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।
গতকাল বাদ মাগরিব দলীয় কার্যালয়ে গুজব প্রতিরোধে করোনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিজানুর রহমান জিয়া, জেলা যুবলীগ নেতা মো. আমিরুল ইসলাম বাবু, অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মো. রুহুল আমিন হাওলাদার, মোঃ হুমায়ুন কবীর ,মো. জিলহাজ হাওলাদার, শেখ আরাফাত হোসেন, নূরিনা রহমান বিউটি, কবিতা আহম্মেদ, রেখা খানম, নাছরিন ইসলাম তন্দ্রা, আফরোজা হক কোহিনুর, এ্যাড. সাহারা ইরানী পিয়া, মাহমুদুল হাসান সুজন, মো. ইবনুল হাসান, মো. রাহুল শারিয়ার, সুরভী লাইজু, জেসমিন আক্তার,জুবি ওয়ালিয়া টুই, কাজী জাকারিয়া রিপন, এ্যাড. রোজিনা আক্তার, সুমাইয়া আক্তার, মো. মাজহারুল ইসলাম, মেহেজাবিন খান, আসিফ মাহমুদ , শেখ মো. রবিউল ইসলাম, মো. শফিকুল ইসলাম মুন্না, মো. জুয়েল শেখ, মো. আরিফুজ্জামান, সহ প্রমুখ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031