বিশ্বনাথে আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
Spread the love

বিশ্বনাথে আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

বিশ্বনাথে দিন দুপুরে গুলি করে আতঙ্ক ছড়িয়ে প্রবাসীর গেট ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়ার ভাংচুর করা গেটের সামনে গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে প্রবাসী লেবু মিয়ার পক্ষে তার ভাতিজা রাহেদ মিয়া, চাচাতো ভাই সায়েস্তা মিয়া ও লিয়াকত আলী বলেন, গত ২২ সেপ্টেম্বর রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের পাশের বাড়ির প্রতিপক্ষ তোফায়েল, সাইকুল ইসলাম ও জাহেদুল হক ভাড়াটিয়া সন্ত্রাসী এনে দিন দুপুরে গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে প্রবাসী লেবু মিয়ার নিজ রাস্তায় নির্মিত গেট ভাংচুর করে।

এঘটনায় প্রবাসীর চাচাতো ভাই জয়নাল আবেদীন নামের একজন বাদি হয়ে ২৫জনের নাম উল্লেখ করে আদালতে দ্রুত বিচার আইনে সিআর মানলা নং ৪৫/২০২৩ দায়ের করেন।

মামলায় ২০০/২৫০ জনকে আজ্ঞাতনামা রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এই মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। দ্রুত আসামীদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, লায়েক মিয়া, হরুফ আলী, আশরাফ মিয়া, মাহবুবুর রহমান, ময়নুল, জাবের, শানুর, ছালিক, সোহেল, জুবায়ের, হান্নান, ছাদিকুর, আজিজুর, রায়হান, লিয়াকত, আবুবক্কর, মোহাম্মদ আলী, নাদেল, আলী আহমদ, হুসন মিয়া,দিলওয়ার, আরিফ হাসান, আলী হোসেন, আনছার মিয়া ও লুকমান মিয়াসহ অনেকেই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728