গাজীপুরে গাড়ি পোড়ালেন আন্দোলনরত শ্রমিকেরা, ভাঙচুর অর্ধশতাধিক
সোহেল রানা, গাজীপুর
বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত বিভিন্ন কারখানার শ্রমিকেরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি গাড়ি পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করেছেন অর্ধশতাধিক গাড়ি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার চন্দ্রা পল্লিবিদুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন শ্রমিকেরা। এমন খবর পেয়ে যানজট পেরিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই গাড়িটি পুড়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুরে নগরের কোনাবাড়ী, তেলিচালা, মৌচাক, শফিপুর, চন্দ্রা পল্লিবিদ্যুৎ এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা ১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আবার জড়ো হয়ে মৌচাক এলাকা থেকে বিক্ষোভ করতে করতে চন্দ্রার দিকে যান। পথে পল্লিবিদুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর থেমে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় তাঁরা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছেন। চন্দ্রা ত্রিমোড় এলাকায় কয়েকটি ভবনের গ্লাসও ভাঙচুর করেন তাঁরা। চন্দ্রা পল্লিবিদ্যুৎ ইকো টেক্সটাইল কারখানার পাশে থাকা ব্যংক এশিয়ার একটি এটিএম বুথও ভাঙচুর করেছেন শ্রমিকেরা।
শ্রমিকদের ভাষ্য, সর্বনিম্ন মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ময়নুল হক বলেন, আজও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত সোমবার থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, তেলিচালা, কোনাবাড়ী এলাকায় বেশ কয়েকটি কারখানা শ্রমিকেরা মূল বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন।