ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে ডি লিংক বাসের চাপায় ৩জন নিহত সহ আহত আরো অনেক।
ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুরে ঢাকা আরিচা মহা-সড়কে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ৫-৬জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। ঘটনাটি ঢাকা আরিচা সহাসড়কের বাটার গ্রেডের সামনে বুধবার আনুমানিক রাত ০৮ টার সময় ঢাকা বালিয়া রোডের ডি লিংক বাসের চাপায় এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন,নিহতরা হলেন মুন্নু সিরামিক্স কারখানার কর্মকর্তা মনিরুল ইসলাম সহ আরো দুই জন তাদের পরিচয় আরো অনুসন্ধান চলছে, এবং আহত দের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়েছে ধামরাই থানা পুলিশ।
ভিউ: ৮৬