খুলনা জেলারবটিয়াঘাটা উপজেলায় বর্তমান প্রেক্ষাপটে ইমামদের করনীয় শীর্ষক আলোচনা ও ইমাম – মুয়াজ্জিন সম্মেলন – অনুষ্টিত হয়।
Spread the love

খুলনা জেলারবটিয়াঘাটা উপজেলায় বর্তমান প্রেক্ষাপটে ইমামদের করনীয় শীর্ষক আলোচনা ও ইমাম – মুয়াজ্জিন সম্মেলন – অনুষ্টিত হয়।

 

 

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ইমাম পরিষদ এর আয়োজনে বর্তমান প্রেক্ষাপটে ইমামদের করনীয় শীর্ষক আলোচনা ও ইমাম – মুয়াজ্জিন সম্মেলন – অনুষ্টিত হয়। ২০২৩, ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় বটিয়াঘাটা উপজেলা অডিটরিয়ামে। উপজেলা সভাপতি আলহাজ্ব মুফতি মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনাব আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির।সুপার ভাইজার ইসলামি ফাউন্ডেশন মনিরুল ইসলাম
জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া দাঃবাঃ।জেলা জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মাওলানা নাসিরুদ্দিন কাসেমী দাঃবাঃ।জেলা সহ সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সাউদ পীর খুলনা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নুরুল আমি দাঃবাঃ । জেলা আইন বিষয় সম্পাদক আলহাজ্ব মুফতি হুসাইন আহমদ আলমগীর দাঃবাঃ।জেলা প্রচার সম্পাদক আলহাজ্ব মোল্লা মিরাজুল ইসলাম দাঃবাঃ। সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুফতি আনারুল আজম দাঃবাঃ এসময় অতিথি তাদের আলোচনায় বলেন মুসল্লী দের উদেশ্য নারী অধিকার, যুবকদের মাদকের ক্ষতি কর দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। ইমাম পরিষদ এর নেতৃবিন্দ বলেন ইমাম গন বেশি বেশি অধ্যায়ন করতে হবে। মুসল্লী দের খোঁজ খবর নিতে হবে, এসময় বটিয়াঘাটা উপজেলা ২২৬ টি মসজিদ এর ইমাম মুয়াজ্জিন গন উপস্থিত ছিলেন। অনুস্ঠাটি সংচালনা করেন এম খায়রুল ইসলাম নোমানি, ও মুফতি ইমদাদ হোসেন।

সর্বশেষ খবর

খুলনা জেলারবটিয়াঘাটা উপজেলায় বর্তমান প্রেক্ষাপটে ইমামদের করনীয় শীর্ষক আলোচনা ও ইমাম – মুয়াজ্জিন সম্মেলন – অনুষ্টিত হয়।

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30