নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোয়াখালী জেলা প্রতিনিধি। —
আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা । আজ (বৃহস্পতিবার ) ২৬ অক্টোবর সকাল ০৯.০০টায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মাইজদীর প্রাণকেন্দ্র বিশ্বনাথ থেকে শুরু হয়ে পৌর বাজার গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।-
–
উক্ত মিছিলে নোয়াখালী শহর সভাপতি ইমরান বিন মুরতাজা, নোয়াখালী জেলা উত্তর সভাপতি আরিফুর রহমান ও নোয়াখালী জেলা দক্ষিন সভাপতি হেদায়েত মাসুদ সহ সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে নোয়াখালী জেলা থেকে আগত অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করে।–
মিছিলোত্তর সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম বলেন, অবৈধ সরকার গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে এসেছে। শিবির কোন রক্তচক্ষুকে ভয় পায় না আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো।
তিনি আরো বলেন, আমাদের ৭ দফা দাবী মেনে নিতে হবে, আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ ।
নোয়াখালী শহর সভাপতি ইমরান বিন মোরতাজা বিক্ষোভ শেষে উনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের করালগ্রাস থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় ছাত্রজনতাকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।–