ন্যূনতম বেতন বৃদ্ধি করে ২৩০০০টাকার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছে।
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ন্যূনতম বেতন বৃদ্ধি করে ২৩০০০টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে রপ্তানিমুখী গার্মেন্টসের শ্রমিকরা ।
মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক এলাকায় একাধিক বহু জাতীক রপ্তানি মুখী কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক ও পুলিশ সুত্রে জানা যায়। উপজেলার তেলিরচালা এলাকায়, মৌচাক, দোকানপাড় ,কারখানার নারী পুরুষ শ্রমিকেরা নূন্যতম বেতন ২৩০০০ হাজার টাকা করার দাবিতে সোমবার সকালে কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবস্থান গ্রহণ করে, বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সাথে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। দুপুর ১:৩০মিনিটে মৌচাক দোকানপাড় এলাকা থেকে একটি দল মিছিল নিয়ে ইবনে সিনা গেট পর্যন্ত এসে মিছিল ঘুরে আবার চলে যায় দোকানপাড় এলাকায়। আবারো বেলা তিনটার দিকে সফিপুর এলাকায় মইজুদ্দিন ফ্যাক্টরির শ্রমিক ও মৌচাক পুর্বানী ফ্যাক্টরি শ্রমিক সহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক মিলে সফিপুর থেকে মিছিল নিয়ে এপেক্স পর্যন্ত যায়। সেখান থেকে কালিয়াকৈর থানা পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় । শ্রমিক আন্দোলনের সময় মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। পুলিশ ও শ্রমিকদের সাথে দফায় দফায় সংঘর্ষ হলে এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ,সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিক দের বিক্ষোভ অব্যাহত আছে।প্রশাসন বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে আগামী কালও শ্রমিকদের বিক্ষোভ চলমান থাকবে কিনা, যানা যায় নাই। তবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছেন, এ ব্যাপারে। বেতন বৃদ্ধির ব্যাপারে গার্মেন্টসের পক্ষ থেকে কোন সারা মেলেনি।