ফলোআপ: চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৭ বালিকা টিম গঠনে অনিয়ম।
প্রকাশিত নিউজ বিষয়ে জেলা প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপ। বয়স যাচাই-বাছাইয়ে ৯ জন খেলোয়াড় ভুয়া প্রমাণিত।
বঙ্গমাতা অনূর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের খেলা সদ্য সম্পন্ন হয়েছে। এ টুর্নামেন্ট থেকে নিয়ম মাফিক ১৮ সদস্য বিশিষ্ট একটি চুয়াডাঙ্গা জেলা টিম গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি খেলোয়াড় সিলেকশন কমিটি গঠন করে দেয়া হয়। এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন , যুগ্ম সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, সাবেক কৃতী ফুটবলার মাহমুদুল হক লিটন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকুলি ও চুয়াডাঙ্গা মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমীর পরিচালক কোচ সালাউদ্দিন বিশ্বাস মিলন।
টূর্নামেন্টের খেলা চলাকালীন সময়ে এ সকল সদস্যরা খেলোয়ড়দের যাচাই-বাছাই করে সেই তালিকা চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদের নিকট জমা দেন। এ তালিকা থেকে ১৮ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা বালিকা টিম গঠন করা হয়। এই তালিকাটি জেলা অফিসার আমানুল্লাহ আহমেদ জেলা প্রশাসক মহোদয়ের নিকটে গিয়ে স্বাক্ষরও করিয়ে নেন। জেলা পরিষদ মহোদয় সরল বিশ্বাসে সে তালিকায় স্বাক্ষরও করে দেন। কিন্তু সিলেকশন কমিটির কয়েকজন সদস্য জানতে পারেন, যে তালিকা তারা জমা দিয়েছিলেন সেই তালিকার বাইরেও একজন খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়েছে। বিদিশা নামের ওই খেলোয়াড়টি এ বছর বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গার কোন টিম থেকেই খেলায় অংশগ্রহণ করেনি। এছাড়া মানিয়া ও হাফিজা নামের দু’জন খেলোয়াড়ের বয়স বিষয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে চুয়াডাঙ্গার কয়েকটি স্থানীয় দৈনিকে নিউজ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসন ও সিলেকশন কমিটির সদস্যদের নজরে আসে।
মান্যবর জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা উপস্থিত সিলেকশন কমিটির সদস্য, জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়কে এ বিষয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে মূল বিষয়টি খুঁজে বের করার তাগিদ দেন। জেলা প্রশাসক আরো বলেন, এই তালিকায় যেহেতু আমার স্বাক্ষর আছে সেখানে প্রশ্নবিদ্ধ কোন খেলোয়াড়ের নাম যাচাই-বাছাই না করে প্রেরণ করা হবে না। প্রয়োজনে চুয়াডাঙ্গার বালিকা টিম চিঠি লিখে খুলনায় যাওয়া থেকে বিরত রাখা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )নাজমুল হামিদ রেজা মহোদয় কে দায়িত্ব দিয়ে জেলাক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ সহ কমিটির উপস্থিত সদস্যদেরকে সাথে নিয়ে অভিযোগ উত্থাপিত ৩জন খেলোয়াড়ের অনলাইনে বয়স যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেন।
সাথে সাথে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত সকলের সামনে ওই ৩খেলোয়াড়ের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স যাচাই-বাছাই করা হয়। বয়স যাচাই-বাছায়ে দেখা গেছে, অভিযোগ উত্থাপিত ওই তিন খেলোয়াড়ের বয়স সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। প্রমাণিত হয় জন্ম নিবন্ধন টেম্পারিং করে তাদের বয়স কমিয়ে অনূর্ধ্ব-১৭র মধ্যে রাখা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন,কোথা থেকে কিভাবে বয়স টেম্পারিং করা হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত খেলোয়াড় সিলেকশন কমিটির সদস্যরা বলেন, শুধুমাত্র ওই ৩জন খেলোয়াড়ের বয়স যাচাই-বাছাই না করে সকলের বয়স যাচাই-বাছাই করা হোক। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সম্মতি দিলে বাকি খেলোয়াড়দের বয়সও যাচাই-বাছাই করা হয়। এতে দেখা গেছে ১৮ জনের ঘোষিত তালিকা থেকে ৯ জন খেলোয়াড়ের বয়স-ই ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে দেখানো হয়েছে। উল্লেখ্য এই ৯জন ভুয়া নিবন্ধন ব্যবহারকারী খেলোয়াড়দের মধ্যে অধিকাংশ খেলোয়াড়-ই চুয়াডাঙ্গা মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমীর খেলোয়াড়। এরা হলেন মানিয়া খাতুন, হাফিজা খাতুন, চানমতি, বিথী, বিদিশা, সুরাইয়া খাতুন ও ফারজানা।
পরবর্তীতে ভুয়া প্রমাণিত ৯ জন খেলোয়াড় কে বাদ রেখে টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়দের মধ্যে থেকে বয়স যাচাই-বাছাই করে আরো ৯ জন খেলোয়াড় নিয়ে ১৮ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। প্রয়োজনীয় কার্যসম্পাদন শেষে সেই ১৮ জন খেলোয়াড় নিয়ে দায়িত্বপ্রাপ্ত কোচ মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির পরিচালক সালাউদ্দিন বিশ্বাস মিলন ও ম্যানেজার দিলরুবা খুকুকে ট্রেন যোগে খুলনার উদ্দেশ্যে পাঠানো হয়।
১. এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,
………… ।
২. বঙ্গমাতা ও বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা বলেন,…………… ।
৩. চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন,…………(আপনি কার নির্দেশে যে খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণই করেনি সেই খেলোয়াড়ের নাম ১৮ জনের চূড়ান্ত তালিকায় রাখলেন?).
৪. চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৭ বালিকা জেলা টিমের কোচ ও মাতা বিশ্বাস ফুটবল একাডেমীর পরিচালক সালাউদ্দিন বিশ্বাস মিলনের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,……….(আপনি এতদিন আপনার একাডেমীর বালিকা খেলোয়াড়দের বয়স টেম্পারিং করে কম বয়সী দেখিয়ে সরকারি বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করিয়েছেন, এতে আপনার ব্যক্তিগত লাভ হলেও আজ আজ সেই খেলোয়াড় গুলো ভূয়া প্রমাণিত হওয়ায় জেলার সম্মান ডুবতে বসেছিল এ বিষয়ে আপনার মতামত কি?
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের কক্ষে আলোচনার এক পর্যায়ে সিলেকশন কমিটির সদস্যরা জেলা ক্রীড়া অফিসার কে প্রশ্ন করেন বিদিশারানী বেধকে চূড়ান্ত তালিকায় আপনাকে কে রাখতে বলেছিলেন? এ সময় জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ সোজা- সাপটা বলে দেন কোচ মিলন বিশ্বাস বলেছিলেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, যে মিলন বিশ্বাস তার খেলোয়াড়দের বয়স টেম্পারিং করে জেলা প্রশাসক সহ জেলার মান ডুবাতে বসেছিলেন তাকেই কিভাবে পুনরায় জেলা টিমের দায়িত্ব দিয়ে খুলনায় পাঠানো হলো।