মাঠ ও জার্সি বিহীন তারোকা হতে চান চক স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা
মাঠ নেই জার্সি নেই তবুও তারা থামে নেই ।বলছি কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার চক স্পোর্টিং ক্লাবের কথা। মাদকমুক্ত সমাজ গড়ি ক্রিড়া উঙ্গনে ফিরে আসি এই স্লোগানকে সামনে রেখে চক গ্রামের একঝাক তরুণ নিয়ে গঠিত হয় চক স্পোর্টিং ক্লাব। চক গ্রামে রেনেসাক্লাস যখন বিলুপ্তি ঠিক তখনি এই প্রজন্ম তারোকা হাওয়া সপ্ন নিয়ে গঠন করে চক স্পোর্টিং ক্লাব। চক স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রাকিব বলেন , আমাদের মাঠ নেই জার্সি নেই তবুও আমরা সপ্ন দেখছি মেসি রোনালদো, নেইমার হওয়ার। তিনি আরো বলেন গ্রামের একটা ছোট মাঠে আমরা নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছি। জনপ্রতিনিধিদের কাছে একসেট জার্সি ও মাঠের ব্যবস্থা করে দেওয়া আবেদন জানান।
ভিউ: ১২৫