বরিশালের হিজলায় মৎস্য কর্মকর্তা এমএম পারভেজের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সাংবাদিকদের গত বছরের দুর্নীতির প্রতিবেদন না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। সাংবাদিকরা জবাবে বলেন, আমরা হিজলা উপজেলার জেলেদের কাছ থেকে টাকা আদায় করতে দেব না। সাংবাদিকরা পারভেজের কথা না শুনে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মৎস্য কর্মকর্তা (১) এম এম পারভেজ ক্ষুব্ধ হয়ে তার প্রিয় লাঠিয়াল বাহিনী। (২) বারেক মোল্লা (৩) হানিফ কাজী (৪) আরিফ খান (৫) রাকিব (৬) ও প্রশান্ত বাবু হিজলা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর করে। অন্য সাংবাদিকরা তাদের দেখে এগিয়ে এসে পালিয়ে যায়। পরে তারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে থানায় জিডি করেন
মোঃ দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ থানায় ছুটে গেলে পুলিশ অফিসার ইনচার্জ জুবায়ের আহমেদ তাদের জানান মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে চাইলেও আমি মৎস্য কর্মকর্তাকে বলেছি মামলা না নিতে, কথা বলুন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলেন, আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি তারপর থানায় আসি ইউএনও স্যারের রেফারেন্স দেওয়ার পর আমি জিডি করতে রাজি হয়েছি, পরে মৎস্য কর্মকর্তার জিডি নেওয়া হয়েছে খবর পেয়ে হিজলা প্রেসক্লাবে জরুরি বৈঠক ডাকা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে জিডি। সভা শেষে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ এর সাথে হিজলায় কর্মরত সকল সাংবাদিক সাক্ষাৎ করে ইউএনও সাহেবের কাছে জিডি সম্পর্কে জানতে চাইলে ইউএনও জনাব বলেন আমি জিডি সম্পর্কে কিছু জানি না।
তাই আজ 25, 10, 2023 ইং তারিখ, প্রতিদিন, বুধবার সকাল 10 টায় মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট জিডি করায় হিজলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
হিজলা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত থাকার জন্য হিজলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা অনুরোধ জানিয়েছেন।
মানববন্ধনে সাংবাদিকরা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বলেন, আমরা দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের বিরুদ্ধে মাছ বিক্রি করছি, ভুয়া টোল বিক্রি ও নৌকা বিক্রির এত খবর দেওয়ার পরও আমরা কোনো পাইনি। সুবিধা খবরের বিনিময়ে আমরা সাংবাদিকের ক্যামেরা ভাংচুর ও ভুয়া জিডি পাই।
তাই হিজলা প্রেসক্লাবের মানববন্ধনের মাধ্যমে সকল সাংবাদিকরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এই দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন, অন্যথায় হিজলা উপজেলার সকল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করবেন। জেলা এবং কেন্দ্রীয় স্তর।