বাউফলে কেন্দ্রীয় যুবলীগ নেতা সুপ্তর শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান।
Spread the love

বাউফলে কেন্দ্রীয় যুবলীগ নেতা সুপ্তর শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান।

 

 

পটুয়াখালীর বাউফলে হিন্দু সম্পদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সকলের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ (বাউফল) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত ।

মঙ্গলবার ২৪ অক্টোবর বিকাল থেকে রাত অবধি বিভিন্ন পূজা মন্দিরে যান এবং প্রতিটি পূজা মন্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নিজস্ব অনুদান প্রদান করেন।

এ সময়ে কেন্দ্রীয় নেতা সুপ্ত সনাতন ধর্মের সকলকে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে গনতান্ত্রিকভাবে সমান অধিকার দিয়েছেন। সকলে শান্তিপূর্নভাবে যার যার ধর্ম পালন করছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে সনাতন ধর্মাবলম্বীদের বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930