ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন থেকে আন্তনগর বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার না করার দাবিতে ঈশ্বরদী জংশন প্লাটফরমে মানববন্ধন করেন
Spread the love

ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন থেকে আন্তনগর বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার না করার দাবিতে ঈশ্বরদী জংশন প্লাটফরমে মানববন্ধন করেন

মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা: 

সকালে ১১ সময় পাবনা জেলার অন্তর্গত ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন থেকে আন্তনগর বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার না করার দাবিতে ঈশ্বরদী জংসন স্টেশনে প্লাটফরমে মানববন্ধনের আয়োজন করা হয়।

আমরা ঈশ্বরদীবাসীদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে সাবেক ভিপি ও আওয়ামীলীগনেতা আসাদুর রহমান বীরুর সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সচীব তৌহিদ আক্তার সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ পান্না আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ গার্ড কাউন্সিলের সেক্রেটারী ইকবাল হায়দার, যুবলীগনেতা মিলন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদ রানা কৃষকলীনেতা মফিকুল ইসলাম মুকুল, ছাত্রনেতা ইমরান,অমি বিশ্বাস, সুমন ও সাংবাদিক ইউসুফ আলীসহ বিভিন্নন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান রেলবান্ধব সরকারের উন্নয়নের বিষয় উল্লেখ করে ঐতিহাসিক ঈশ্বরদী রেল স্টেশন থেকে রাশিয়ানসহ বিভিন্ন দেশীবিদেশী গুরুত্বপূর্ণ যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার দাবি জানিয়ে আরও বলেন,ঈশ্বরদী থেকে ট্রেন দু’টি প্রত্যাহার করা হলে যাত্রী ভোগান্তির পাশাপাশি রেলকর্তৃপক্ষ মোটা অংকের রাজস্ব হারাবে বলেও উল্লেখ করেন। বক্তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031