সাতক্ষীরা কালিগঞ্জে ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু
আল-হুদা মালী (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালিগঞ্জে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৩০) নামে এক যুবক ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ড্যামরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে এই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি নিহতের স্বজনরা।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার রাতের খাওয়া শেষ করে প্রতিদিনের ন্যায় নিজের রুমে ঘুমাতে যায় বিকাশ। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও তার সাড়া পায়নি স্বজনরা। পরিবারের সদস্যরা তার ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় বিছানায় উপর পড়ে থাকতে দেখে বিকাশকে। পরবর্তীতে চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য এক চিকিৎসকে নিয়ে আসে তিনি দেখার পর মৃত্যু হয়েছে বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ অবিবাহিত ছিল, সে তার আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে দীর্ঘদিন পরকীয়া ও প্রেম সম্পর্ক ছিল। সেই কারণে ঘুমের ওষুধ খেয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-মামুন জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই মৃত্যুর প্রকৃত কারণ বলতে পারছি না। তিনি আরো জানান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।